রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠিত

তানভীরুল ইসলাম আরফাত:  বাঁশখালী উপজেলার ০৩ নং খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামে অবস্থিত রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গত ২২ সেপ্টেম্বর ২০১৭ ইং বিদ্যালয়ের সকল ব্যাচের ( প্রাক্তন) শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠিত হয়।

উক্ত প্রাক্তন শিক্ষার্থী নির্বাচনী পরিষদে (এ্যাপ্রান্টিস এডভোকেট)হাসান খোরশেদ (ব্যাচ-2007) আহবায়ক পদে নির্বাচিত হয় ।ইঞ্জিনিয়ার সোহেল উদ্দীন বাবু (ব্যাচ-2009)সিনিয়র যুগ্ন-আহব্বায়ক পদে নির্বাচিত হয়। যুগ্ন-আহব্বায়ক পদে নির্বাচিত হয় আজগর হোসেন (ব্যাচ-2012), মোঃ আবছার উদ্দিন (ব্যাচ-2013) এবং এইচ.এম শাকিল উদ্দিন (ব্যাচ-2014)।স্কুলের প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচিত প্রার্থীরা স্কুলের প্রতিষ্টাতা/ সভাপতি সোনালী, পরিবহণ সংস্থার চেয়ারম্যান আবদুস ছবুর থেকে কমিটির অনুমোদন নেওয়া হয়।
নির্বাচনী কমিটি ঘোষনার পর নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন এবং স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য ২৩ সেপ্টেম্বর থেকে তাদের কার্যাদি শুরু করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *