বাঁশখালী টাইমস প্রতিবেদক: খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামে পানিতে পড়া মামাত ভাই নাদিমকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো ২০নং পুর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর আয়শা বেগম(১২)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আয়েশা ছিদ্দিকা আপন মামাতো ভাইকে পুকুরে ভেসে যেতে দেখে সাঁতার কেটে মামাতো ভাইকে উদ্ধার করতে গিয়ে নিজেই পুকুর জলে তলিয়ে যাচ্ছে। আয়েশার নানা এ অবস্থা দেখে নাতনীকে উদ্ধার করতে গিয়ে পুত্রের নাতি মোঃ নাদিম কে পেয়ে যায়, কিন্তু এর পর দাদা নিজেই জলের নিচে তলিয়ে যাচ্ছে সেই সময় দাদার চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে।এলাকাবাসীর সম্মিলিত চেষ্টায় বেঁচে যায় দাদা ও নাতি। তবে সবাই মিলে নাতনী আয়েশাকে ছোট্ট পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। কিন্তু কিছুক্ষণ পর আয়শার লাশ ভেসে উঠে। ১ ভাই ৩ বোনের মধ্যে আয়শা দ্বিতীয়। নিহত আয়শা পানিতে পড়া নাদিমের ফুফুতো বোন । সন্ধ্যায় নামাজে জানায়া শেষে আয়শাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে ।