BanshkhaliTimes

রায়ছটায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

BanshkhaliTimes

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন এজেন্ট আউটলেট চালু হয়েছে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা পরিষদ বাজারে (সেন্টার পুকুর পাড়)।

গুণাগরি শাখার অধীনে ১ম এজেন্ট আউলেট হিসেবে গত ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন। গুণাগরি শাখা প্রধান মুহাম্মদ মুহিব্বুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রায়ছটা বাজার এজেন্ট আউলেট এর সত্ত্বাধিকারী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রিন্সিপাল অফিসার নাজমুল হক রাশেদসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় করেন গুনাগরী শাখার কর্মকর্তা মোঃ এহছানুল করিম।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *