রায়ছটায় ‘আলো’ সংগঠনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হামেদ হাছান, রায়ছটা থেকে… : সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘আলো’র পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটায় ২০১৫ সালে প্রতিষ্ঠিত আলো (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কৃতি (পিএসসি-স্নাতকোত্তর), গুণীজন এবং নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার নিয়ে “পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শাহ সুফি মাওলানা সৈয়দ মুহাম্মদ মনিরুল ইসলাম, পীর সাহেব দরবারে নুরী রায়ছটা।

গুনীজন হিসাবে সংবর্ধিত হন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আলহাজ নুরুল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সফল চিকিৎসক জনাব এস এম রাসেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার জনাব আব্দুল হক, এলাকার স্বনামধন্য শিক্ষক লোকমানুল হাকিম এবং যুবলীগ নেতা মোহাম্মদ বোরহান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে যুবদল নেতা মোহাম্মদ পারভেজ, এস এম রহিম এবং স্বপ্নময়ী সংঘের সভাপতি জনাব ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুষ্ঠু, সুন্দর এবং অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজের বিত্তশালীদের উদ্যোগী তরুণদের পাশে এসে সার্বিক সহযোগিতা করতে হবে। প্রত্যেকে অংশগ্রহণের মাধ্যমেই আদর্শ সমাজ গঠন সম্ভব”।

বক্তারা সকলে সবসময় ‘আলো’ সংগঠনের সাথে আছে এবং থাকবেন ব্যক্ত করে বলেন “আলো সংগঠনের এগিয়ে যাওয়াকে তরান্বিত করতে আমরা আলোর সাথেই আছি এবং থাকবো, প্রতিটি কাজেই সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো।”
সংগঠনের হয়ে বক্তব্য রাখেন, ক্রীড়া সম্পাদক ফুয়াদ আল ফায়দি এবং সহ-অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছোটন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন “আলো” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হামেদ হাছান (মাহি)

মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *