তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা ও জলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় জলদী মখজনুল উলুম বড় মাদরাসা মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাযায় ইমামতি করেন চাম্বল বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল জলিল। জানাযায় বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা পূর্বে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফকে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়৷
বাঁশখালীর থানা পুলিশের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে এই গার্ড অব অনার প্রদান করেন। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ চৌধুরী গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জীবদ্দশায় জলদী (বর্তমান পৌরসভা) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।