রামদাশ হাটে গারাঙ্গিয়ার মাসিক তরিকত মাহফিল সম্পন্ন
গত ৮/১২/১৭ রোজ জুমাবার বাদে মাগরিব হতে বাশঁখালী রামদাশ হাটে বাইতুর রহমান জামে মসজিদে গারাংগিয়া আলীয়া দরবার শরিফের সুযোগ্য খালিফা ও বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ নজির সাহেবের সভাপতিতে মাসিক তরিকত মাহফিল ও ঈদে মিলাদুন্নাবী (সা:) অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দরবারে আলীয়া গারাংগিয়া শরিফের হযরত বড় হুজুর (রাহ)ও হযরত ছোট হুজুর (রাহ.) এর সুযোগ্য খলিফা পীরে তরিকত আল্লামা কারী আবদুচ চবুর সাহেব পীর সাহেব মা,দা, জি চদাহা।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল হামেদী দারুল হুফফাজ একাডেমীর সমমানিত পরিচালক পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা আবুল হাসেম সাহেব মা,জি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী হামেদীয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা হাসান চিশতী সাহেব মা, জি, ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া মাদ্রাসার মুদাররিস আলহাজ্ব মাওলানা মুশতাফিজুর রহমান সাহেব , মাওলানা আনুয়ারুল ইসলাম গাজী মাওলানা সোয়াইবুল ইসলাম সাহেব মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব মাওলানা মোহাম্মদ ইলিয়াস সহ আর বহু ওলামায়ে কেরাম গন উপস্থিত ছিলেন।
যারা এই মাহফিলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ কবুল করুক (আমিন) ইনশা আল্লাহ আগামী মাহফিল প্রতি ইংরেজি মাসের ২য় জুমাবার আয়োজন করা হবে ইনশা আল্লাহ। আগামী মাসের মাহফিল ১২ /১/২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে সবাই উপস্থিত হয়ে আওলিয়ায়ে কেরামের ফুয়ুজাত ও বরকত হাছিল করতে আহবান জানানো হয়।
আরও পড়ুন :