বাঁশখালী টাইমস: রামদাশ হাট গরুর বাজারের কারণে আজ ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
রাস্তার পাশে গরুর হাটের নির্দিষ্ট স্থান ছাড়াও রাস্তার উপর গরু কেনাবেচার কারণে দীর্ঘ যানজট লেগে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাট থেকে শুরু হয়ে গুনাগরির আগে ডলমপীর মাদরাসা পর্যন্ত দীর্ঘ যানজট বিরাজ করছে।
সকাল থেকে খুব একটা যানজট দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে যানজট বাড়তে থাকে।
একদিন পর ঈদ হওয়ায় এ সময় স্বাভাবিকভাবেই ঘরমুখো যাত্রীদের চাপ বেশি। পদে পদে না হয়রানীর পর রামদাশ হাটের এই যানজটে নাকাল ঘরমুখো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে- আজ বৃষ্টি থাকায় জ্যাম বেশি হলেও পশু বিক্রি হয়েছে কম। তাই আগামী কালও হাট বসবে।