রামদাশ মুন্সির হাট মসজিদে গারাঙ্গিয়া তরিকতের মাহফিল সম্পন্ন

৮/৯/১৭ জুমাবার বাদে মাগরিব হতে বাশঁখালী রামদাশ মুন্সির হাট বায়তুর রহমান জামে মসজিদে গারাংগিয়া আলীয়া দরবার শরিফের সুযোগ্য খালিফা ও বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ নজির সাহেবের উদ্যোগে ও সভাপতিত্বে মাসিক তরিকতের মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন গারাংগিয়া দরবার শরিফের হযরত বড় হুজুর (রা)ও ছোট হুজুর (রাহ) এর খলিফা পীরে কামেল হাফেজ কারী আবদুল মাবুদ সাহেব মা, দি, জি ও বিশেষ মেহমান হিসাবে ছিলেন দরবারে আলীয়া গারাংগিয়া শরিফের সুযোগ্য খলিফা চিব্বাড়ী আল হামেদী দারুল হুফফাজ একাডেমীর পরিচালক মাওলানা আবুল হাসেম (মা, দি, জি,)।
প্রধান ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী হামেদিয়া মাদ্রাসার আরবী প্রভাশক আলহাজ মাওলানা হাসান চিশতী সাহেব, বিশেষ ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান শিবলীসহ আর বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। যারা এই মাহফিলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন কালীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহাদাত আলম ভাইসহ সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে কবুল করুক (আমিন) ইনশা আল্লাহ। সভাপতির ঘোষণা অনুযায়ী এই মাহফিল প্রতি ইংরেজি মাসের ২য় জুমাবার আয়োজন করা হবে ইনশা আল্লাহ।

আগামী মাসের মাহফিল বাশঁখালী কেন্দ্রীয় খানাকায়ে হামেদিয়া মজিদিয়া এর বার্ষিক মাহফিল এবং হযরত বড় হুজুর (র:) ও হযরত ছোট হুজুর ( র:)এর ইছালে সওয়াব মাহফিল ১৯ /১০/২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে সবাই উপস্থিত হয়ে আওলিয়ায়ে কেরামের ফুয়ুজাত ও বরকত হাছিল করুন। প্রেসবিজ্ঞপ্তি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *