রানার্স আপ বাঁশখালী ( Banshkhali ) !
ক্রীড়াডেস্ক :
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আন্তঃজেলা অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হাটহাজারী উপজেলা মাঠে আজ দুপুর ২.৩০ মিনিট এ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শিরোপা জয়ের লড়াইয়ে সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশ এর সাথে মুখামুখী হয়েছে বাঁশখালী ( Banshkhali ) উপজেলা ফুটবল একাদশ। মূল খেলায় ১-১ এ সমতা হওয়ায় ট্রাইবেকার হয়। এতে চ্যাম্পিয়ন হয় সন্দ্বীপ ফুটবল একাদশ। আর বাঁশখালী ( Banshkhali ) উপজেলা রানার্স আপ হয়।
খেলার প্রথমার্ধে সন্দ্বীপ ১ গোলে এগিয়ে যায়। বিরতিশেষে খেলতে নেমে বাঁশখালী ( Banshkhali ) একটা গোল করে খেলায় সমতা আনে। এরপর আর গোল হয়নি। ফলে ট্রাইবেকারের ব্যবস্থা হয়। ট্রাইবেকারে এসে সন্দ্বীপ হারিয়ে দেয় বাঁশখালীকে ( Banshkhali )। সন্দ্বীপের হয়ে একমাত্র গোলটি করে মুরাদ , আর বাঁশখালীর ( Banshkhali ) পক্ষে গোলটি করে রবিন।
উল্লেখ্য, বাঁশখালীর ( Banshkhali ) কাছে গত মৌসুমে এই সন্দ্বীপ হেরেছিল।