বাঁশখালী টাইমস: রাঙ্গামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বাঁশখালীর কৃতিসন্তান মাসুমা বেগম। তিনি গত ২৯ জুলাই ২০২১ ইং উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
তিনি ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় সহকারী কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
পার্বত্য অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- প্রত্যন্ত ও দুর্গম এলাকা, সাংস্কৃতিক বৈচিত্রসহ নানা কারণে এখানে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। তাছাড়া সমতলের চেয়ে ভিন্ন রকম ভূমি ব্যবস্থাপনা বিদ্যমান এখানে। এখানকার বাসিন্দারা অনেক সহজ সরল। তাদের জন্য কিছু করতে পারাটা নিজের সৌভাগ্য বলেই মনে করি।’
তুখোড় মেধাবী মাসুমা বেগম প্রথমবার অংশ নিয়ে ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারের মধ্য দিয়ে সিভিল সার্ভিসে ক্যারিয়ার শুরু করেন। তিনি চুয়েট থেকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
মাসুমা বেগম পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মরহুম মাওলানা আবদুল অদুদের মেয়ে।