BanshkhaliTimes

রবি চৌধুরীর বিল্ডিংয়ে চুরি

BanshkhaliTimes

চান্দঁগাও থানা এলাকায় দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাঁশখালীর কৃতিসন্তান রবি চৌধুরীর মালিকানাধীন ভবনে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও থানার সাবান ঘাটা এলাকায় শিল্পী রবি চৌধুরীর বিল্ডিংয়ের ৪র্থ তলার ভাড়াটিয়া স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন ফারুকের বাসায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

চোরচক্র নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে স্বীকার করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবুল বাশার।

তিনি বলেন, দুপুরে বাসার সদস্যদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে চোররের দল রবি চৌধুরীর ভবনের ভাড়াটিয়া স্কুল শিক্ষকের বাসায় চুরি করে মালামাল নিয়ে গেছে। পুলিশ এ ঘটনার অনুসন্ধান এবং চোর চক্রকে ধরতে অভিযান শুরু করেছে।

এ ঘটনার পর মামলা করতে ওই স্কুল শিক্ষক থানায় গেছেন বলে ওসি জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *