মু. মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাত ৩ টার দিকে সংঘটিত এ ঘটনায় ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার সৌদি প্রবাসী আলী হোসেনের বাড়িতে গতকাল রাত ৩ টার দিকে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে। চোরের দল বাড়ির ছাদের ওপর উঠে সিড়ির ঘরের টিন কেটে বাড়িতে প্রবেশ করে প্রবাসী আলী হোসেনের স্ত্রী জাইতুন নুরকে হাত পা বেঁধে ফেলে রেখে। এ সময় তারা বাড়ির সমস্ত দামি আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
প্রবাসী আলী হোসেনের স্ত্রী জাইতুন নুর বলেন, ‘চোরের দল বাড়ির ছাদের ওপরে উঠে সিড়ির ঘরের টিন কেটে বাড়িতে প্রবেশ করেছে। তারা আমাকে হাত পা বেধে ফেলে রেখে বাড়ির মূল্যবান মালামাল, প্রায় সাড়ে ৪ ভরি বিভিন্ন পদের স্বর্ণালংকার, আলমিরার ড্রয়ারে রক্ষিত ৩০ হাজার টাকা ও ৪০ হাজার টাকা দামের ২টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।’
আরো পড়ুন – বাঁশখালীতে ৩ টি অস্ত্র ও গরুচোরসহ আটক ৬