জাহাঙ্গীর হোছাইন সামিত। মানুষের বিপদে ছুটে যাওয়া যার নেশা। বাঁশখালীর হাজারো রক্ত সন্ধানীর প্রিয়মুখ সামিত। বাঁশখালী ব্লাড ব্যাংকের অন্যতম কার্যকরী সদস্য সামিত পেশায় ব্যবসায়ী। যুক্ত আছেন বাঁশখালী ক্রিকেট একাডেমি সহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের সাথে।
গতকাল তার জন্মদিনে শুভানুধ্যায়ীদের উপচে পড়া ভিড়ে প্রমাণ মিলে তাঁর প্রতি মানুষের ভালোবাসা।
তাঁর জন্মদিনের আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান বাঁশখালী ব্লাড ব্যাংক, বাঁশখালী ক্রিকেট একাডেমী, অনলাইন পত্রিকা বাঁশখালী টাইমস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিরা বলেন- বাঁশখালীকে এগিয়ে নিতে আমাদের সামিতের মতো তরুণের খুব দরকার।
প্রেস বিজ্ঞপ্তি