বাঁশখালী টাইমস: রক্তদান বিষয়ক সংগঠন প্রিয় শেখেরখীল ব্লাড ব্যাংক এর ঈদ পুণর্মিলনী ও আনন্দ ভ্রমণ সম্প্রতি বাঁশখালী সমুদ্র সৈকত বাহারছড়া পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিক্যাল অফিসার ডাঃ আসিফুল হক, বাঁশখালী ব্লাড ব্যাংক এর এডমিন, ফারুকুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডমিন আরাফাত ফারুকী, এ এইচ রিয়াদ চৌধুরী,মোহাম্মদ মোরশেদুল হক, আশেক এলাহি রোবেল, হামিদুর রহমান, আসাদুল্লাহ আসাদ, রাকিবুল ইসলাম, আনাস বিন হোসাইন প্রমুখ।
বক্তব্যে ডা. আসিফুল হক বলেন- ‘যারা রক্ত নিয়ে কাজ করেন তারা সমাজে সবচেয়ে মানবিক মানুষ, মানবিক মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠুক চারপাশ।’