যুব সমাজের গন্তব্য কোথায়? || আয়াত উদ্দীন

অসৎ লোকে ভরে গেছে আমাদের সমাজ। সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে অসৎ ব্যক্তি। দিনদিন এদের সংখ্যা বেড়েই চলছে। যোগ দিচ্ছে ভাল মানুষগুলোও। আর কেউ যদি দু একটি ভাল কথা বলে তাকে বের করে দেওয়া হচ্ছে সমাজ থেকে। নেই কোনো এর প্রতিবাদ। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভাল মানুষগুলো (যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে) দেখেও না দেখার ভান করে মুখিয়ে আছে অন্য দিকে। আর বললেও না শুনার ভান ধরছে। কারণ কিছু বললে ঐ অসৎ ব্যক্তির সাথে তার সম্পর্ক খারাপ হবে তাই। আমরা কি একবারও ভেবে দেখেছি, এ অবস্থা চলতে থাকলে, কোনদিকে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? কী হবে তাদের ঠিকানা? কথায় আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ই সমান অপরাধী। এক অসৎ ব্যক্তি সমাজে অসৎ কার্যকলাপ ছড়াবে, আর কেউ এর প্রতিবাদ করবেনা। এর অর্থ দাড়ায় এই যে, যারা প্রতিবাদ করছে না, তারা ঐ অসৎ ব্যক্তিদের সমর্থন করছে বলে প্রমানিত।
এবার আসা যাক ধর্মীয় কিছু ভাব গম্ভীর্যের দিকে। মহান আল্লাহ তাআলা কুরআন মাজীদে বলেন, “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” আজ দেহে প্রাণ আছে বলে চারদিকে অসৎ কার্যকলাপ করে বেড়াচ্ছে, কাল মরে গেলে ঠিকানা হবে কবরে। একবারও কি ভেবে দেখতে পারেনা, কি হবে কবরের আযাব! দুনিয়ার মোহে পড়ে এরা ভুলে গেছে পরকালের কথা।
সর্বশেষে অসৎ ব্যক্তির প্রতি এটাই বলার, আল্লাহর শাস্তিকে ভয় করুন…

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *