তাফহীমুল ইসলাম: বাঁশখালী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাকসুদ মাসুদের মায়ের মেজবান তার চেচুরিয়াস্থ নিজ বাড়িতে আজ সম্পন্ন হয়েছে। এতে পুরো বাঁশখালী থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকেই পুরো বাঁশখালী থেকে নেতাকর্মীরা মেজবানে আসতে থাকে। বেলা বাড়ার সাথে নেতাকর্মীদের আগমন ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে দলে-দলে নেতাকর্মীরা আসতে থাকে।
এতে সংসদসদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান, দক্ষিণজেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দক্ষিণজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোলাইমান চৌধুরী, বাহারছরা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত আলম, পুকুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল সিকদার, মাহবুবুল ইসলাম টুকু, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে কর্মীদের পাশাপাশি নেতৃবৃন্দের আগমনে মেজবান নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য, যুবলীগ সেক্রেটারির মা মারা যান গত বছরের ৬ ই আগস্ট। মায়ের মৃত্যুর একবছর পূর্ণ হওয়ায় যুবলীগ সেক্রেটারি এ মেজবানের আয়োজন করেন।