BanshkhaliTimes

যুবলীগ সেক্রেটারি মকছুদের রোগমুক্তি কামনায় দোআ মাহফিল

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস প্রতিবেদক: করোনা আক্রান্ত বাঁশখালী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মকছুদ মাসুদের শারীরিক সুস্থতা কামনায় দোআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শারীরিকভাবে অসুস্থ বোধ করলে শনিবার সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা নিয়ে পরীক্ষা করানো হয়। এতে রিপোর্টে করোনা পজেটিভ হিসেবে আসে। এর আগে থেকেই তিনি আইসোলেশনে চলে যান। সূত্র মতে, মকছুদ মাসুদ কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। জ্বর কমে এলেও সর্দিজনিত সমস্যা কেটে না ওঠায় তিনি করোনার সেম্পল দিতে আগ্রহী হয়ে ওঠেন।

দিনভর তার অগ্রজ-অনুজ ভক্ত-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’-এ দোআ চেয়ে একের পর এক পোস্ট করতে থাকে। সবার কাছে দোআ চেয়ে এসব পোস্ট করা হয়।

নিজ বাড়ি চেচুরিয়া খন্দকার পাড়া বড় মসজিদে গতকাল এশার নামাজ শেষে একটি দোআ মাহফিলের আয়োজন করা হয়। দ্রুত রোগমুক্তি কামনার এই দোআ মাহফিলে স্থানীয় বিশিষ্টজন ছাড়াও মুসল্লিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে মকছুদ মাসুদসহ সকল অসুস্থ রোগীদের জন্য দোআ করা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *