BanshkhaliTimes

যুবলীগ সম্পাদক মকছুদের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- করোনা আক্রান্ত বিশিষ্ট ব্যবসায়ী ও বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদের দ্রুত সুস্থতা কামনায় এক খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুলাই) দুপুরে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়াস্থ নগদ অফিসে ছাত্রলীগ নেতা মুহাম্মদ মহিউদ্দিন মাহীর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় চেচুরিয়া আদর্শ গ্রাম জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, বৈলছড়ী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ন-সম্পাদক মুহাম্মদ কাইছার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুহাম্মদ তৈয়ব সাগর, তারেকুল ইসলাম পাপ্পু, রায়হানুল ইসলাম, হোসাইন মুহাম্মদ মিনহাজ, ওবাইদুল হক, মুহাম্মদ আরাফাত, আনছার, ফরহাদ, সাকিব, নেজাম, হৃদয়, সাইমুন, রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মকছুদ মাসুদের দ্রুত সুস্থতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন চেচুরিয়া ঠেমাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আমিন শরীফ।

উল্লেখ্য, করোনা উপসর্গ দেখা গেলে শনিবার সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদের করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে নগরীর বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *