যুবলীগ নেতা দিদারের কবরে জেলা যুবলীগ সেক্রেটারির শ্রদ্ধা
বাঁশখালী টাইমস- সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা দিদারের কবরে শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের সাথে গতকাল দেখা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী ও যুগ্ম-সম্পাদক সোলাইমান চৌধুরী। বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা আরিফ মঈনউদ্দীন, বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মেম্বার দিদারুল হক, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাহাবউদ্দীন রবিন, শীলকূপ ইউনিয়ন যুবলীগ নেতা বেলাল, বৈলছড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মহিউদ্দন মাহিসহ উপজেলা ও পৌরসভা যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অধ্যাপক পার্থ সারথি দিদার হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।