তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন বাঁশখালীর সন্তান, তরুণ রাজনীতিবিদ রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন। আজ সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এসময় যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।
রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি হিসেবেও। রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের সন্তান। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান চৌধুরী।
গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষপদে আসে নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ ঘোষিত হয় পূর্ণাঙ্গ কমিটি।