তাফহীমুল ইসলাম, বাঁশখালী- মহেশখালীর পর এবার চট্টগ্রামের বাঁশখালীতে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞায় আত্মসমর্পণ করলেন ৩৪ ডাকাত ও জলদস্যু। আজ বেলা ১২ টার দিকে বাঁশখালীর জলদি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে তারা আত্নসমর্পণ করেন। র্যাব ৭ এর অধিনায়ক মশিউর রহমান জুয়েল পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, বাঁশখালীর আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারোয়ার, চট্টগ্রাম পুলিশের রেঞ্জ অফিসার আনোয়ার হোসেন পিপিএম, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রাশেদুল হক, অতিরিক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে বাঁশখালীর আবদুল হাকিম বাইশ্যাসহ ১১ বাহিনীর ৩৪ ডাকাত ও জলদস্যু আত্মসমর্পণ করেন। এর মধ্যে আছে বাইশ্যা বাহিনী, ফুতুক বাহিনী, খলিল বাহিনী, বাদল বাহিনী, রমিজ বাহিনী, দিদার বাহিনী, বাদশা বাহিনী, কাদের বাহিনী, জিয়া বাহিনী, নাছির বাহিনী, কালাবদা বাহিনী।
র্যাবের ব্রিফিংয়ে মিডিয়া উইং আশিক বিল্লাহ বলেন, র্যাবের তৎপরতায় উপকূলবর্তী ৩৪ জলদস্যু আজ আত্মসমর্পণ করছে। বাকীদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আত্মসমর্পণকারী ডাকাত সর্দার আবদুল হাকিম বাইশ্যা বলেন, আমরা একটি কুচক্রী মহলের প্ররোচণায় বিপথগামীতার দিকে ধাবিত হয়েছিলাম। আমরা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞায় আত্মসমর্পণ করছি। ভুল পথে এখনো যারা আছেন, সু্যোগ কাজে লাগিয়ে আত্মসমর্পণ করুন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিজেদের ভুল বুঝতে পেরে আজ আত্মসমর্পণকারী ডাকাত ও জলদস্যুদের আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এখনো যারা ভুল পথে আছেন, আত্মসমর্পণ করুন। অন্যথায় কারো রেহাই নেই। হয়তো পালিয়ে থাকতে পারবেন কিন্তু আজ বা কাল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তে হবেই।’
পুলিশের আইজিপি বেনজীর আহমদ বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোন অপশক্তির ঠাঁই নেই। অপশক্তি দমনে পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সচেষ্ট। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ারও আহবান জানান। পাশাপাশি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ, যুবকদের মাদক থেকে দূরে থাকার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মুজিববর্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর বাঁশখালী আগমনে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।