বাঁশখালী টাইমস: যার নিসাব পরিমাণ সম্পদ থাকবে, এবং তা একবছর সময় নিজের কাছে থাকবে তাকে যাকাত দিতে হবে।
প্রতি বছর আমরা যাকাত দিই আমাদের সামর্থ্য মতো আর যাদের কোটি কোটি টাকা আছে তারাতো যেন সো অফ করার জন্য প্রতিযোগিতা করতে উঠে পড়ে লাগেন আর এই সো অফের বলি হোন অনেক নিরীহ প্রাণ কিন্তু আমরা কি আমাদের এই কালচার কি চেইঞ্জ করতে পারিনা? চাইলেই পারি হয়ত, আমরা প্রতি বৎসর লক্ষ লক্ষ টাকা যাকাত হিসাবে দান করি আর এই যাকাত হিসাবে আমরা কেউ কেউ টাকা, শাড়ী, লুঙ্গি ইত্যাদি প্রদান করি যা গ্রহিতাদের তেমন কোন কাজেই আসেনা কারন অল্প টাকা অল্প সময়েই শেষ হয়ে যায় আর তদ্রুপ কাপড় অল্প সময়ে নষ্ট হয়ে যায় অথবা গ্রহিতা একি কাপড় দোকানে অল্প পয়সায় বিক্রি করে দেয় কিন্তু একটু খেয়াল করলেই আমারা দেখতে পাবো আমাদের আত্মীয়, অনাত্মীয় অনেকেই লজ্জায় যাকাত চাইতে পারেন না আমাদের কাছ থেকে আর তারা বেশ কষ্টেই থাকেন আজীবন আর আমরা চাইলেই উনাদের বেশ কাজে লাগতে পারি।
কেমন কাজে লাগতে পারি তা বলছি এখন, আমাদের কাছের দরিদ্র যারা আছেন তাদেরকে আমরা এই যাকাত দিয়েই কিছু একটা করে দিইনা কেন বলবেন, হাজার হাজার মানুষকে না দিয়ে আমরা এমন একজনকে যদি সেই অর্থ দিয়ে কোন ব্যবসা খুলে দেওয়া যায় তাতে সে নিজেও স্বয়ং সম্পূর্ণ হবে, তার সংসারে ভাত, কাপড়ের সংস্থান হবে, সে দারিদ্রমুক্ত হবে আর পরবর্তীতে সে নিজেই যাকাত দেওয়ার উপযুক্ত হবে আর প্রতি বছর যদি হিসেব করেন আমরা যারা যাকাত দিই তাদের সংখ্যা ধরুন ১৬ কোটি জনসংখ্যার ৫%ও ধরি তাহলে ৮ লক্ষ মানুষকে আমরা স্বাবলম্বী করতে পারি আর প্রতি বছর যদি আমরা অনুরুপ কর্ম করি তাহলে দেশে কি আর দরিদ্র থাকে?
এখন কথা আসতে পারে যারা অল্প যাকাত দেন তাদের টাকাই কি ব্যবসা ধরিয়ে বা করে দিতে পারি, ভালো প্রশ্ন। আমাদের যাদের অল্প যাকাত আসে তারা চাইলে তাদের আত্মীয় বা পরিচিতজনদের সন্তান বা যারা কাজ করতে পারবে তাদের আমরা কোন হাতের কাজ শেখার ব্যবস্থা করে দিতে পারি যেন সে কোন এক বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে, যেমন লেদ মেশিনের কাজ, মেশিনারিজের কাজ, হস্তশিল্প, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিকস, নির্মাণশিল্প ইত্যাদির কাজ শেখার ব্যবস্থা করে দেওয়া যায় যাতে ভবিষ্যতে তারা নিজ কাজ নিজে করে খেতে পারে। আর যারা আরেকটু বেশি সামর্থ্যবান তারা চাইলে তাদের যাকাত দিয়ে ছোটখাট ব্যবসা খুলে দিতে পারি যেমন ছোট খাট মুদির দোকান, ডিপার্টমেন্টাল স্টোর অথবা যেকোন ধরণের ছোট ব্যবসা যাতে গ্রহিতা ভবিষ্যতে যেন ভালো কিছু করে খেতে পারে আর যারা কোটিপতি তারা তো চাইলেই তাদের কাছের মানুষদের ভালো কোন ব্যবসা করে দিতে পারেন।