BanshkhaliTimes

ময়ুখ চৌধুরীর কবিতা || পতেঙ্গার হাওয়া

BanshkhaliTimes

পতেঙ্গার হাওয়া 

ময়ুখ চৌধুরী

কতো কেউ পর হয়ে গেছে,
কতো ঢেউ পার হয়ে গেছে,
এখনও আগের মতো বুকপকেটের নিচে করে আসা যাওয়া
পতেঙ্গার লবণাক্ত হাওয়া।

বনে উপবনে
আমাদের শিমুল যৌবনে
অজস্র পাতার মতো কান পেতে দেবদারু রাত।

ভালোবাসা বিয়ারের ফেনা
একজন্মে জানি মিটবে না ;
পৃথিবীর সব পথ তোমার গলির মোড়ে স্তব্ধ হয়ে যায়।

বুকের বয়স বাড়ে, ভেতরে কি পোড়া যায় —
গন্ধ ভাসে পতেঙ্গার উদাস হাওয়ায়।
বুকপকেটের খুব কাছে
আমি তো মরেই গেছি ;
পতেঙ্গা তো আজও বেঁচে আছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *