মৎস্য ব্যবস্থাপনায় সাংবাদিক রানার সরকারি প্রশিক্ষণ লাভ

বাঁশখালী টাইমস: মৎস্য ব্যবস্থাপনায় সরকারি প্রশিক্ষণ লাভ করেছেন বাঁশখালীর বামের ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিউনিটি অর্গানাইজার, দৈনিক ডেসটিনির বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহমদ রানা।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ এর উদ্যোগে অংশগ্রহণ মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী “মৎস্য কর্মসূচী ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
এতে পানি সংরক্ষণ, মৎস্য উৎপাদন, ধান ক্ষেতে মাছ চাষ, মনোসেক্স তেলাপিয়া চাষ, মুক্তা চাষ সহ মৎস্য বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে মৎস্য হ্যাচারি, পোনা উৎপাদন, বৈজ্ঞানিক কলাকৌশল এর ব্যবহার বিষয়ক পরিদর্শন ও পর্যবেক্ষণে অংশগ্রহণ করেন বামের ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনার সদস্য ও প্রকল্পের কমিওনিটি অর্গানাইজার শিব্বির আহমদ রানা।

এদিকে তারই অংশ হিসেবে বাঁশখালী বামের ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ (পাবসস) এর ম্যানেজিং কমিটির সদস্য ও তৎ সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যদের নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এলজিইডি ভবনে গত ২১-২২ মে ২দিন ব্যাপী “পরিচালন ও রক্ষণাবেক্ষণ শীর্ষক প্রশিক্ষণ-১৭ খ্রিষ্টাব্দ সম্পন্ন হয়।
প্রশিক্ষণের সমাপনী দিবসে উপস্থিত ছিলেন, মৎস্য বিষয়ক বৈজ্ঞানিক গবেষক ড. মো. খলিলুর রহমান, ড. এনামুল হক, মুক্তা চাষ বিষয়ক বৈজ্ঞানিক কর্মকর্তা মোহছেনা বেগম তনু, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *