মোহাম্মদ মুহিবুল্লাহর ৫ টি অণুকাব্য
১.
আমায় তুমি দূরে ঠেলে
যতই থাকো অন্তরালে,
জীবন ঠিকই চলবে বয়ে
রেলের মত সমান্তরালে।
২.
তোমায় বিয়ে করে আমি
খাচ্ছি শুধু খাবি,
কত্ত ভালো, জানো তুমি
পাশের বাসার ভাবি ?
৩.
শীত ছুঁয়েছে তোমার তনু
মন ছুঁয়েছে বৃষ্টি,
শরৎ আমায় খবর দিল
তুমি অপরূপ সৃষ্টি।
৪.
তোমায় আমি করবো আটক
রাখবো সদা নজরে,
হৃদয় যেমন আটকে থাকে
বুকের ভিতর পাজরে।
৫.
পাহাড় চিরে যেমন করে
বইছে পানির নহর,
তুমিহীনা তেমন কাটে
আমার প্রতি প্রহর।