তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সরল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে সরল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আজ সন্ধ্যায় আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘মনকে সতেজ রাখতে হলে খেলাধুলা করতে হবে। খেলাধুলা বিভিন্ন অপরাধ কার্যক্রম থেকে মানুষকে দূরে রাখে। বিশেষ করে মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।’ এসময় তিনি তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে নিজেকে রক্ষা করে খেলাধুলার প্রতি ধাবিত হবার আহবান জানান।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার, বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফায়েল বিন হোসাইন, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, প্রবাসী জামাল উদ্দীন, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আনছুর আলী তালুকদার, কাউন্সিলর আবদুর রহমান, কাউন্সিলর আজগর হোসেন, স্থানীয় ইউপি মেম্বার রশিদ আহমদ, সাবেক ছাত্রনেতা আ ন ম ফরহাদুল আলম, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুখ। খেলা শেষে অতিথিরা ফাইনাল খেলায় বিজয়ী টিমকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়।