বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্টিত।
মু. মিজান বিন তাহের,বাঁশখালী
চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনায় দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল জলদী হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রাশেদ মোহাম্মাদ মোজ্জাম্মেল এর সার্বিক নির্দেশনায় অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গভর্ণিং বডির সহ সভাপতি আলহাজ্ব মাওলানা এইচ এম মুস্তাফিজুর রহমান ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন।
মুনাজাত পূর্ব আলোচনা সভায় আলোচনা পেশ করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মাননীয় সাংসদ ও তাহার পরিবারের সকল সদস্য সহ পুরো দেশ ও জাতির জন্য মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহাদ্দিস জনাব মুহসিন কামাল।
মু. মিজান বিন তাহের #১৮.০৬.২০২০