বাড়িয়ে দেবো হাত
মোস্তফা মাহাথির
আমার শুধুই ইচ্ছে করে ফিকশনে দিই হাত,
নিত্যনতুন আবিষ্কারে কাটাই দিবস-রাত।
তারায় তারায় স্বপ্ন এঁকে গ্যালাক্সিতে কান
গ্রহান্তরের মিল্কিওতে করতে অভিযান!
দশগ্রহতে ছায়াপথে দেখতে আলোর ঢল
আমার চোখও স্বপ্ন আঁকে ইচ্ছেরা টলমল।
কোন গ্রহতে কারা থাকে কী তার অবস্থান
কোথায় কারা আমার মতো করছে অভিমান।
কিন্তু আমার হয় না লেখা হয় না দেখা ছাই
স্বপ্ন পুষি বুকের ভেতর নিত্য অযথাই!
ডাকলে তবু চাঁদের বুড়ি জোসনা ভরা রাত,
ইলেকট্রিকের খাম্বা হয়ে বাড়িয়ে দেবো হাত।