বাঁশখালী টাইমস: বাঁশখালীর ঐতিহ্যবাহী মোশারফ অালী মিয়ার বাজার পরিচালনা কমিটির নির্বাচন আজ ১২ আগষ্ট অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ০৪ জন,
সেক্রেটারি পদে ০২ জন, সহ-সভাপতি পদে ০২ জন, সহ সম্পাদক পদে ০২ জন, প্রচার সম্পাদক পদে ০২ জন, ক্রীড়া সম্পাদক পদে ০২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন উপলক্ষে বাজার এবং অাশেপাশের এলাকায় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।
অাজকে রাত ১২ টায় নির্বাচনী প্রচারণার শেষ সময়।
এখন শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দোকানে দোকানে গিয়ে ভোট ও দোয়া চেয়ে নিচ্ছেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক অানোয়ার মজুমদার, পশ্চিম বাঁশখলী উপকূলীয় ডিগ্রী কলেজ, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন মাস্টার সাহেদুল অালম, শিক্ষক পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়
নির্বাচন প্রসঙ্গে কথা হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অানোয়ার মজুমদার বলেন- ‘নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। অাগামীকাল সকাল ৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২০৯। অাশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব, ভোটকেন্দ্র উক্ত বাজারে পুলিশ মোতায়েন থাকবে।’
নির্বাচন প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকন উদ্দিন জোসেল বলেন- অাশাকরি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।