মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ বাঁশখালীতে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আ’লীগ নেতৃবৃন্দ। গতকাল (২জুন) শুক্রবার বিকালে উপজেলার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকা ছনুয়া ও পুঁইছড়ি এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাছান চৌধুরী নওফেল। এ সময় বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ চাহেল তস্তরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দরা দুর্যোগ আক্রান্ত জনগণের সাথে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পুঁইছড়ি ও ছনুয়া এলাকায় ঘূর্ণিদুর্গত আড়াইশ পরিবারকে ১০ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ লিটার পানি, চিড়া মুড়ি ও গুড় প্রদান করা হয়। সূত্রমতে, আজ শনিবার (৩ জুন) বাঁশখালীতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া আসবেন বলে জানা গেছে।