মাসুক মিনার: মোরার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘূর্ণিঝড় ‘অক্ষি’র কবলে পড়লো বাঁশখালী। গত কাল সন্ধ্যার পর থেকে অনবরত বৃষ্টির সাথে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্লাবন ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে বরাবরের মতো বাতাস শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কবে নাগাদ বিদ্যুতের দেখা মিলবে সে আতঙ্ক দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে।
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলেও চলমান আবহাওয়া পরিস্থিতি আরও বেশি নাজুক।
সবই কপাল. !!!