মোরা’র আঘাতে লন্ডভন্ড কক্সবাজার উপকূল, ধেয়ে আসছে চট্টগ্রামের দিকে

‘মোরা’র তীব্রতা বাড়ায় কক্সবাজারে
ইতোমধ্যে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং
শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপকূলীয় এলাকায় আপনার পরিবারের সদস্য বা
চেনা কেউ যদি শক্তিশালী কাঠামোর মধ্যে
বসবাস করে না, তাহলে তাদের ঘূর্ণিঝড় আশ্রয়ের
জন্য দ্রুত চলে যেতে বলুন এবং তাদের সাথে নিচে
দেয়া জরুরী নম্বরগুলো শেয়ার করুন।
১) নিকটতম ঘূর্ণিঝড় আশ্রয় কোথায় তা জানতে
611545 এ কল করুন
২) চট্টগ্রাম সিটি কর্পোরেশন হটলাইন 630739
৩) কেউ আহত হলে 634843 এ কল করুন
৪) ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ এবং
সিভিল সার্ভিস অফিসাররা সব সময় স্ট্যান্ডবাই
থাকে তাই প্রয়োজনে তাদের কল করতে দ্বিধা
করবেন না। আপনি জাতীয় হেল্পলাইন 999 এর
মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারেন।
এছাড়াও তাদের জানাবেন যে, সকল স্কুল, কলেজ
এবং সরকারি কাঠামোগুলি আশ্রয়ের জন্য খোলা
হয়েছে। তারা সেখানে আশ্রয় নিতে পারেন।
জরুরি যোগাযোগের নম্বরসমূহঃ-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-
০১৬৭৫৬২৮৮৪২ , ০১৯১৯০৯৮২০৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
নিয়ন্ত্রণ কক্ষ ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬ ও
০১৭১৫১৮০১৯২
বাঁশখালি ০৩০২৯৫৬০০০
আনোয়ারা ০৩০২৯৫৬০০১
সন্দ্বীপ ০১৮৭৩৫৮৮৫
কর্ণফুলী ০১৮১৯০৩৪২৪১
মিরসরাই ০৩০২৪৫৬০০১
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরী
কন্ট্রোলরুম ০৩১৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯
কক্সবাজার জেলাপ্রশাসনের কন্ট্রোলরুম
০৩৪১৬৪২৫৪, ০১৭১৭০৯৪২১৩
চকরিয়া উপজেলা প্রশাসন ০১৭৩৩৩৭৩২১৫,
০১৭৩৩৩৭৩২১৫
কাছের সাইক্লোন সেন্টার এর ঠিকানা জানার
জন্য হটলাইন ৬১১৫৪৫
কেউ আহত হলে হটলাইন ৬৩৪৮৪৩

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *