BanshkhaliTimes

মোবাইল, ল্যাপটপ ও ৬০০ পিস ইয়াবাসহ বাঁশখালীতে আটক ২

বাঁশখালী থানা পুলিশ ইয়াবা, ল্যাপটপ ও মোবাইলসহ ২ জনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী–পেকুয়া সীমান্তবর্তী প্রধান সড়কে পুইঁছড়ির প্রেমবাজারের দক্ষিণে চেক পোস্ট বসিয়ে এসআই মো. হানিফের নেতৃত্বে টেকনাফের মৃত মো. হোছেনের পুত্র অছিউর রহমানকে (৪৫) ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এদিকে বাঁশখালী থানার এসআই সুজন সিকদার নেতৃত্বে চাম্বল বাজারের দক্ষিণে চেক পোস্ট বসিয়ে পেকুয়ার পূর্ব গোয়াখালীর আলী আহমদের পুত্র মো. রিদুয়ান (২০) কে আটক করা হয়। তার কাছে থাকা ১৯টি বিভিন্ন মডেলের মোবাইল, একটি ল্যাপটপ জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, সে চট্টগ্রাম শহরে অবস্থান করে ছিনতাইকৃত এসব মোবাইল ও ল্যাপটপ কম দামে কিনে গ্রামে গিয়ে চড়া দামে বিক্রি করে।

এ ব্যাপারে দণ্ডবিধি ৪১৬ ধারা মোতাবেক মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *