মোজাম্বিক প্রবাসী বনাম শীলকূপবাসীর প্রীতি ফুটবল ম্যাচ

বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মোজাম্বিক প্রবাসী বনাম শীলকূপ ইউনিয়নের মধ্যকার এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।

খেলায় অত্যন্ত দক্ষতার সাথে দুইদল মোকাবেলা করেছেন একে অপরের সাথে। খেলার শুরু থেকে দুইদল কোন গোলের আশা না পেলেও বিরতির পর খেলার শেষ দিকে আফ্রিকা প্রবাসীর পক্ষে গোল করে ওয়ান সিগ মারমা দলকে ১-০ গোলে জয়ী করেন।

এই খেলা নিয়ে পুরো শীলকুপ চাম্বল ও সরল এর মানুষের মধ্যে অনেক উত্তেজনা বিরাজ করছিল। মাঠের কানায় কানায় ভর্তি ছিল ফুটবলপ্রেমি দর্শকদের উপস্থিতি।
উক্ত খেলায় শীলকুপ এর পক্ষে স্পন্সর ছিলেন শীলকুপ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক শিকদার। মোজাম্বিক প্রবাসীর পক্ষে ছিলেন আনিছুল হক।।

প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব নাছির উদ্দিন, আরো উপস্থিত ছিলেন শীলকুপ ৫ নং ওয়ার্ড এর মেম্বর আব্দু রহিম সাবেক মেম্বার বাহাদুর আলম, মাস্টার ওমর ফারুক বেলাল উদ্দিন আলহাজ্ব জহিরুল ইসলাম সহ স্থানীয় ও প্রবাসী গণ্য মান্য ব্যক্তিবর্গ।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *