বিটি: মারাত্মক মোটরবাইক এক্সিডেন্টে মারা গেলেন মোজাম্বিক প্রবাসী তাজুল ইসলাম বিপ্লব। বাঁশখালী ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নে তার বাড়ি বলে জানা গেছে।
ইলসার মোজাম্বিক প্রবাসী শহীদুল ইসলাম বাঁশখালী টাইমসকে জানান, মোজাম্বিকের পালমা জেলায় থাকতেন তাজুল। আজ বাইক চালিয়ে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে আরেকটি গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন তাজুল। রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, নিহত তাজুলকে পালমা শহরেই দাফন করা হবে। খরচ ও আইনি জটিলতার কারণে খুব কম সংখ্যক বাংলাদেশি মরদেহ দেশে আনা হয়।
বহু বাংলাদেশির কবর মোজাম্বিকে আছে বলে জানান শহীদুল।