বাঁশখালী টাইমস: দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের কবলে প্রাণ হারিয়েছে আরও একজন বাংলাদেশী যুবক। খুন হওয়া যুবক ফরিদুল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আহমদিয়া পাড়ায় বলে জানা গেছে।
এক সপ্তাহের ব্যবধানে আরও একটি খুনের ঘটনায় মোজাম্বিকের বাংলাদেশ তথা বাঁশখালী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে দেশটির জাম্বেজিয়া প্রদেশের মুলুভু জেলার মিসায়াস নামক স্থানে গত সপ্তাহে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ফরিদুল আলম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার তিনি মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য ,এই নিয়ে গত একমাসে তিন বাংলাদেশী খুন হয়েছে মোজাম্বিকে।