মোঃ মোরশেদুল আলমের কবিতা || ফেরিওয়ালা

ফেরিওয়ালা

মোঃ মোরশেদুল আলম

লাশ! লাশ! লাশ!
তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ মানুষের লাশ!
কোন ধরণের লাশ চাও ভাই?
জোয়ারে ভেসে আসা রোহিঙ্গা শিশু কিশোরের লাশ!
নাকি বিষ খাওয়া গৃহিণীর?
ফ্যানের সাথে ঝূলে থাকা নববধূর?
সবচেয়ে ভাল হবে রক্তাক্ত ধর্ষিতার লাশ!

লাশ! লাশ! লাশ!
বুলেট বিদ্ধ ফিলিস্তিন সিরিয়ান যুবকের একদম খাঁটি লাশ!
আর এক ধরনের লাশ আছে দেখবেন?
সবচেয়ে আকর্ষণীয় নতুন মডেলের
আগুনে পোড়া লাশ!
অথবা তরতাজা নেন বোমা বিস্ফোরিত
আফগান কোরআনে হাফেজদের ক্ষত বিক্ষত লাশ!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *