এই মেয়েটিকে কেউ চিনেন? মেয়েটি গতকাল চট্টগ্রাম দেওয়ান হাট এলাকায় পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে সে বাবা-মায়ের সাথে রাগ করে ২ দিন আগে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। আসার সময় তার হাতে মোবাইল ছিল কিন্তু কেউ একজন তার মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। তার সাথে কোন টাকা পয়সা নেই। বর্তমানে দেওয়ান হাটে একজনের আশ্রয়ে আছে।
মেয়েটির নাম এস্তেফা, বাড়ি – টইটং, মধুখালী। বারার নাম জুনায়েদ এবং মামার নামও জুনায়েদ। যদি কেউ চিনেন তাহলে ০১৬২১৪০৯৩৮০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।