বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী। এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না থাকলেও এলাকাবাসীর অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।
তিনি বাঁশখালী পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে জানান- ‘গত নির্বাচনে আমি জনগণের ভোটে বিজয়ী হলেও কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নিয়েছে। এবারও এলাকাবাসী ভোট দিতে পারলে ও ফলাফল ঘোষণায় জালিয়াতি না হলে আমি নির্বাচিত হবো ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসাইন নির্বাচন করার কথা রয়েছে।