মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আসন্ন চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌর নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইনের মনোনয়ন পত্র বুধবার (১৫ ডিসেম্বর) ২১ ইং সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলমের কাছে দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর আলম, উপজেলাবআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জমশেদ সাও, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন দাশ, যুগ্ম আহবায়ক নীলকন্ঠ দাশ, আক্তার হোসেন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ, জাহেদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাঈম উদ্দীন মাহফুজ, ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিমসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে পুনঃ তফসিল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ ১৫ ডিসেম্বর বুধবার, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি দায়ের ২১ থেকে ২৩ই ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ২৩ ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ই ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ই ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। বাঁশখালী পৌর নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ১২ হাজার ৮৮৬ জন। এ বছর ৯টি ওয়ার্ডে ১১ টি ভোট কেন্দ্র রয়েছে।