বাঁশখালী টাইমস: প্রতিনিয়ত দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও পিছপা হয়নি অদম্য ছেলেটি। অভাবের সংসারে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে অনেক সময়, তবু হাল ছাড়েনি। শত টানাপোড়েন সত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়েছে সফলতার সঙ্গে। কিন্তু এর পরই এলো বাধাটা। ভর্তি হওয়ার টাকা জোগাড় হবে কি না এবং পড়ালেখা আদৌ চালিয়ে যাওয়া যাবে কিনা এ নিয়ে অনিশ্চিত আশঙ্কার কাল মেঘে ঢেকে যাচ্ছিল তার স্বপ্নগুলো। এই দোলাচলে তার পাশে দাঁড়িয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। মাস্টার নজির আহমদ ট্রাস্ট এই দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছে।

এ প্রসঙ্গে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি বলেন- ‘এসব অধ্যাবসায়ী মেধাবী ছেলেরাই আমাদের সম্পদ, এলাকার গর্ব। মেধাবী ও বাঁশখালীর সকল ধরণের ইতিবাচক কর্মকান্ডে ট্রাস্টের সহযোগিতা বরাবরের মতই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, আজ জিয়া উদ্দিনের হাতে শিক্ষাবৃত্তির অনুদান তুলে দেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি।