নিজেকে জানি
মুহাম্মদ সাওরাত হোসেন
আমি নিজেকে কতটুকু জানি
কর্মের মাঝে আপন মেলে ধরি,
আমি পরের কথায় করি না বাড়াবাড়ি
নিজের দোষ নিজেই স্বীকার করি।
আমি নিজের জীবন নিজেই গড়ি
আমি পরের জন্য লড়ি,
আমি পরের জন্য স্বার্থ
বিলিয়ে নিজের জন্য পড়ি।
আমি কি জানি নিজের কাছে
আড়ালে থাকা কত ভাল মন্দ,
আমি খুঁজিয়ে পাই একটু
জীবনের ছন্দ,একটু মনের আনন্দ।
আমি কি জানি জীবন চলে
দুর্বার গতিতে সাগরের পথ ধরে,
আমি জানি জীবন থাকে না
থেমে চায় না পিছু ফিরে।
আমি কি জানি নিজের স্বপ্ন
কত স্মৃতি নিয়ে ঘিরে,
আমি জানি আমার স্বপ্ন
হবেই আগামীর পথ ধরে।