জালিমদের ধ্বংস দাও
মুহাম্মদ শহীদুল ইসলাম
প্রাণের ভয়ে আসছে যারা আসতে দাও,
জনগণকে তাদের ভালো বাসতে দাও।
সবহারাদের ঢুকছে যারা ঢুকতে দাও,
মায়ানমারকে রুখছে যারা রুখতে দাও।
বাঁচার জন্য লড়ছে যারা লড়তে দাও,
নতুনভাবে জীবনটাকে গড়তে দাও।
আবালবৃদ্ধ বনিতাদের আসতে দাও,
ক্লান্তি মুছে রোহিংগাদের হাসতে দাও।
আল্লাহ তুমি মজলুমকে শক্তি দাও,
তোমার প্রতি আমৃত্যু ভক্তি দাও।
রোহিঙ্গাদের রহমতের অংশ দাও,
এই বার্মিজ জালিমদের ধ্বংস দাও।