আপন বাড়ি
মুহাম্মদ তাফহীমুল ইসলাম
দালান বলো কিংবা বাড়ি
যেতে হবে একদিন ছাড়ি।
সেদিন আসবে কাঠের গাড়ি
নেবে তোমায় আপন বাড়ি।
সেদিন সবাই অযু করে
চলবে তোমায় কাঁধে নিয়ে,
সবাই যাবে আপন বাড়ি
একা তোমার কাঁদবে হিয়ে।
বরের সাঝে বিদায় নেবে
থাকবে তোমার বাড়ি-গাড়ি।
আতর দিয়ে, গোসল দিয়ে
দেবে তোমায় সাদা শাড়ি!
সেদিন সবাই বলবে কথা
নীরব হয়ে রইবে তুমি,
তুমি নিথর ঘুমে থাকবে
মাটির পরে দেবে চুমি!
পরের বাড়ি ছেড়ে সেদিন
ছুটবে আপন বাড়ির পানে,
আপন বাড়ি হবে কি তা?
তোমার জন্য গুণগত মানে।
আপন বাড়ি যেতেই হবে
পার পাবে না অজুহাতে,
প্রস্তুতি কি নিলে সবাই?
নয় আঁধারে ডুববে রাতে।
চেচুরিয়া,বাঁশখালী,চট্টগ্রাম