বিটি ডেস্ক: সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ডে বেস্ট প্রেসেন্টেড অ্যানুয়াল রিপোর্টস ২০১৫ শাখায় পুরস্কার পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
Safa_Award বেস্ট প্রেসেন্টেড অ্যানুয়াল রিপোর্টস ২০১৫ শাখায় বেসরকারী ব্যাংক ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় হিসেবে পুরস্কৃত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলীর নিকট পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর বাড়ি বাঁশখালী ( Banshkhali ) উপজেলার চেচুরিয়া গ্রামে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও এম হাবিবুর রহমান চৌধুরী, এফসিএসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
সূত্র: অর্থসূচক