অ নু বা দ ক বি তা
‘দো পল’
মুরশিদুল আলম চৌধুরী
স্বপ্নের কাফেলা থেমে গেল কয়েক মুহূর্তের জন্য;
ফের যাত্রা শুরু- কোথায় তুমি, কোথায় আমি!
দুই হৃদয়ের গল্পটা ছিল কয়েক মুহূর্তেরই।
ওটা কি তুমি ছিলে, নাকি কোনও আলোর রেখা?
তুমি ছিলে, নাকি কোনও ফুলকুঁড়ি মুচকি হাসছিল?
তুমি ছিলে, নাকি ঝরে পড়ছিল কিছু স্বপ্ন?
তুমি ছিলে, নাকি মাথার ওপর উড়ছিল প্রসন্নতার মেঘখণ্ড?
তুমি ছিলে, নাকি কোনও ফুল প্রস্ফুটিত হচ্ছিল?
তুমি ছিলে, নাকি ধরা দিয়েছিল নতুন কোনও পৃথিবী?
ওটা কি তুমি ছিলে, নাকি বাতাসে সুবাস ওড়াওড়ি করছিল?
তুমি ছিলে, নাকি বর্ণিল হয়েছিল সমস্ত দিক?
তুমি ছিলে, নাকি আলোয় মাতাল হয়েছিল পথ?
তুমি ছিলে, নাকি বাতাসে কোনও সুরের গুঞ্জন?
তুমি ছিলে, নাকি আমি পেয়েছিলাম জীবনের গন্তব্য?
তুমি ছিলে, নাকি ইন্দ্রজাল স্পর্শ করেছিল আকাশ?
স্বপ্নের কাফেলা থেমে গেল কিছু সময়ের জন্য;
ফের যাত্রা শুরু- কোথায় তুমি, কোথায় আমি!