নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: করোনা উপসর্গ রোগীর মুমূর্ষু অবস্থা দেখে পিপিই ছাড়াই তৎক্ষণিক সেবা দিতে এগিয়ে গেলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডা. সওগাত উল ফেরদৌস৷
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘যখন এই রোগী জরুরি বিভাগে প্রবেশ করে তখন ভোর ৪ টা। আমি সাহরি খেয়ে উঠলাম মাত্র। রোগীর অবস্থা নাজুক দেখে মুখে মাস্ক আর ফেস শিল্ড পরিধান করেই তাকে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করলাম।খাওয়ার আগে পিপিই খুলে রাখছিলাম। আবার পিপিই পরার মতো সময় হাতে ছিল না। মাত্র ৫ মিনিটের মধ্যেই রোগী মারা যান।
মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করে তা শহরে পাঠানো হয়, রাতে ফলাফল আসলে তাতে করোনা পজিটিভ শনাক্ত হয় ঐ রোগীর।
করোনা আক্রান্ত রোগীকে যথেষ্ট প্রতিরোধসামগ্রী ছাড়া সরাসরি চিকিৎসা দেয়ায় ডা. সওগাত ও স্থাস্থ্য সহকারীসহ মোট ৪ জন কোয়ারেন্টাইনে গেছেন।
করোনা দুর্যোগের এই দুঃসময়ে চিকিৎসক হিসেবে তাঁর মানবিকতা অবিস্মরণীয় হয়ে থাকবে। সম্মুখ সমরের অকুতোভয় সৈনিকদের সাথে আছে বাঁশখালীবাসীর আন্তরিক দোয়া।