মুহাম্মদ তাফহীমুল ইসলাম: বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম আজ জলদী গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে বাঁশখালী আসছেন। জানা যায়- মুফতি সাহেবের এই সফরটি ওনার জীবনে বাঁশখালীতে দ্বিতীয় সফর। নেতার আগমনকে কেন্দ্র করে পুরো বাঁশখালী ছেয়ে গেছে মাহফিলের প্রচারের পোস্টারে, সাথে পুরোদিন চলেছে মাইকিং। এই মাহফিলকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে- মাহফিলের আয়োজন প্রায় শেষ। মাহফিলকে সফল করতে তারা সব আয়োজন সম্পন্ন করে রেখেছেন। যদি আবহাওয়াসহ সবকিছু ঠিক ঠাক থাকে তাহলে নায়েবে আমিরুল মুজাহিদীন বাঁশখালী আসবেন এবং মাহফিলে বয়ান করবেন।
মাহফিল শুরু হবে বিকেল ৩ টায়।