মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন করেছেন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান।
লকডাউনের প্রথম থেকেই বিভিন্ন সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন এই ছাত্রনেতা।
ত্রাণ সামগ্রী দেওয়া, ইফতার বিতরণ করা, ঈদ উপহার দেওয়াসহ সব কাজেই নিজেকে নিয়োজিত করেছেন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে।
এই মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেছে, তারই ধারাবাহিকতায় নিজ উপজেলা বাঁশখালীতে এ বৃক্ষরোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জাহিদ হাসান।
এ নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উনি সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে সামাজিক কাজসহ বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।