তাফহীমুল ইসলাম, বাঁশখালী- মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান’ প্রকল্পের আওতায় জমি ও ঘর পেলেন বাঁশখালীর ২৫ পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে আজ সকালে পৌরসভার দীঘিপাড়ায় নির্মিত এই ঘরগুলো নির্দিষ্ট ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বাঁশখালী অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান বলেন, ‘অসহায় মানুষদের দুঃখ লাঘবে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সরকারও আন্তরিকভাবে কাজ করছে।’ এসময় তিনি মুজিববর্ষ উপলক্ষে বাঁশখালীর সকল প্রশাসনিক কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে বেতনের বৈধ টাকায় একটি হলেও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিতে অনুরোধ জানান। বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী নিজেকে সবচেয়ে গরীব এমপি দাবি করে বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমি নিজস্ব তহবিল থেকে বাঁশখালীর গৃহহীন ১০০ পরিবারকে গৃহ নির্মাণ করে দেবো।